বঙ্গবন্ধু হত্যা করার
ছত্রিশ ঘন্টা পরে,
টুঙ্গিপাড়ায় নিয়ে গেল
লাশ দাফনের তরে।
বিমান হতে লাশ নামালো
খুনির দোসরগণে,
ডাকলো ক’জন পড়শী স্বজন
ভয় সকলের মনে।
থমথমে এক ভাবের মধ্যে
কবরের পাশ নিয়ে,
লাশ গোসল করায় ৫৭০
তিব্বত সাবান দিয়ে।
তাঁর কাফনের কাপড় জোটে
রিলিফের থানগুলি,
তড়িঘড়ি জানাজা সেরে
কবরে দেয় তুলি।
গ্রামবাসীকে জানাজাতে
দেয়নি অংশ নিতে,
মাত্র পঁয়ত্রিশ জনা ছিলো
জানাজার সারিতে।
বিশ্বনেতা জাতির পিতার
করুণ বিদায় দেখে
কাঁদে বাংলার আকাশ বাতাস
নতুন ইতিহাস লেখে।