সাদিয়া নাদিয়া আর
লামিয়া তিন মেয়ে,
প্রভুর সেরা সৃষ্টি যেন
খুশি তাদের পেয়ে।
লক্ষ্মী তিনটি মেয়ে আমার
দুই নয়নের আলো,
আদর যত্ন দিয়ে তাদের
রাখতে চাইযে ভালো।
আব্বা আব্বা বলে ডাকে
মিষ্টি মধুর সুরে,
দেখতে তাদের ছুটে আসি
যতোই থাকি দূরে।
দ্বীনি শিক্ষায় শিক্ষা দিয়ে
তাদের করতে বড়ো,
দুহাত তুলে প্রভুর কাছে
সবাই দোয়া করো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com