গাছে বসে পাখি ডাকে
ঘুম ভেঙে দেয়।
রোজ ভোরে বই নিয়ে
পাঠশালা যায়।
পাঠশালা থেকে ফিরে
পেটে খিদে পায়।
মা'কে বলে ভাত দাও
কষ্ট ভালো হয়।
ভাত খেয়ে খেলা মধ্যে
মনে বেশ খুশি।
হাসি খুশি ফুর্তি যেন
মনে খুব বেশি।
সাঝ হলে বাড়ি ফিরে
দুটি কেক খায়।
কেক খেয়ে যেন তিথী
বেশ মজা পায়।
খেয়ে দেয়ে ঘরে ফিরে
বই নিয়ে বসে।
পড়া পড়ে লিখে লেখা
মিটিমিটি হাসে।
সবগুলো ভালো লাগে
বই ভালোবাসে।
পড়া মাঝে মশা খেয়ে
খুসখুসে কাশে।
মা-য় ডাকে আয় তিথী
খাবার যে খাই।
ভাত খেয়ে সবে মোরা
ঘুমাতে যে যাই।
শুয়ে শুয়ে মা'কে বলে
কবে বড় হবো?
নিজ পায়ে কবে যেন
আমি যে দাঁড়াবো।
মা-যে বলে পড়ে পড়া
বেশ বড় হও।
জ্ঞান হলে যে এগিয়ে
তুমি একা যাও।
লেখা পড়া বেশ করে
সৎ পথে চলো।
সদা তুমি সারা দিনে
সত্য কথা বলো।
মনোযোগে পড়ে পড়া
জীবন গড়বো।
সৎ পথে যে এগিয়ে
ভালো পথে যাবো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com