আজ একটা নদীর কথা হবে বলা,
দুই পাড়ের জনজীবন নিয়ে তার পথচলা।
সর্বক্ষণ চলে সেথায় জলতরঙ্গের খেলা;
যা দেখতে দেখতে অনায়াসে কেটে যায় বেলা।
প্রকৃতির ঐশ্বরিক সৌন্দর্য শোভা পায় চারিধার
মেঘনা নদীর শাখা নদী নাম যে তিতাস তার।
তার ঘোলাটে কালো রঙ্গের জলে, হাজারো গল্প বলে;
কয়েকটা গ্রামের যোগাযোগের একমাত্র পথ ছিলো কোনো এক কালে।
হাজারো জেলের জীবন জীবিকা
তার উপর নির্ভর করে চলে।
চাষাবাদ করা হতো এই ঘোলাটে জলে
যদিও এখন করা হয় সবকিছু কলে ,টিউবলে
নদীটি আজো ভাবে
এই পরিবর্তন কিভাবে?
সেদিন রাঙ্গা বউরা আসতো নৌকা করে ।
এখনকার সবাই কেন নদী থেকে দূরে ?
সেকালে কত নৌকা ভিড়ত তার তীরে,
আজ কেন হারিয়ে যাচ্ছে সব অচিরে?