তাল পেঁকেছে ভাদ্র মাসের
খেতে বড় স্বাদ,
এসো বন্ধু খেতে চাইলে
এই নাহীদের সাথ।
তালের পিঠা বড়ই মিঠা
কী যে মজার ফল,
নামটা শুনার সঙ্গে সঙ্গেই
জিবে আসে জল।
আমার বাড়ি এসো বন্ধু
আছে তালের গাছ,
সঙ্গে আছে সুস্বাদু সেই
লোহর নদীর মাছ
খাবো আমরা তালের পিঠা
ঘুরবো নদীর কূল,
মনের সুখে তুলবো আরো
কাশের সাদা ফুল।
ভাদ্র মাসের তালের পিঠার
হয় না কোনো তুল,
চলো বন্ধু আমার সঙ্গে
নয়তো করবে ভুল।