এই গরমে সাথী হলো
তালপাতার ওই পাখা
শীতের সময় যেটা ছিল
আলমারিতে রাখা।
সূর্য যখন আগুন ঢালে
মেঘকে ছাড়া আকাশ
মায়ের হাতের মায়া ভরা
চলে পাখার বাতাস।
এসি, ফ্যানের দাপুটে হায়
হাতপাখা রয় দূরে
লোডশেডিং এ কাবু হলে
সবার হাতে ঘুরে।
পাখার বাতাস লাগতে গায়ে
সবাই আসে কাছে
জীবিকারই তাগিদে সে
আজও টিকে আছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com