মাগো তুমি এখন যে দূর আকাশের তারা
তোমায় পাই খুঁজে আমি ঢের আত্মহারা
কথা বলি শূণ্যপুরে আকাশ পানে চেয়ে
কেউ বলে না এখন আমায় লক্ষী মেয়ে
আমি তোমার ভূবন ছিলাম বলতে প্রায়ই
তবে যে এখন একা আমি আমার ভুবনটাতেই
আমি তো বকিনি তোমায় রাগ করলে মিছে
চিরতরে হারিয়ে গেলে আমায় রেখে এই নীচে
বড্ড ভালোবাসি এখনও তুমি কি তা জানো
অভিমান কার তরে তবে এই হয়রানো
আমি তোমার মিষ্টি খুকি চুমু দাও গালে
শিউলি আজো ঝরে তবুও গাঁথ না আড়ালে
লুকিয়ে রেখে পিছনে বল না সোনা আয়
কেমন দেখায় এই মালাটা তোর গলায়
তারাগুলো আগের চেয়ে অনেক বেশি সুন্দর
তুমি যে ওদের সাথে আছ মিশে ঐ বহুদূর
ঘর আমার ভাল লাগে না রাতটা আমার প্রিয়
মাঝে মধ্যে নেমে তুমি আমায় কোলে নিও।