রমাদান রমাদান
তাজা করি ঈমান।
বিরতি পানাহার
সাহারি ইফতার।
অপচয় দূরে রয়
পাপকে করি ভয়।
যাকাত ফিতরা
দিব সঠিক মাত্রা।
ইবাদত কর্ম জব
মুমিনের উৎসব।
ধরি নামাজ রোজা
নেই কোন সাজা।
ফিতনা হতে সাবধান
রাসুলের আহ্বান।
ক্বলব করি সাদা
শয়তান শিকলে বাঁধা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com