প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪, ৬:০১ অপরাহ্ণ
ঢাকা শহর
ঢাকা শহর আজব শহর
ইট পাথরের ঘর,
ওই ঘরেতে—বসত করে
আপন সবই পর!
বেশ পোশাকে বেশ কামাচ্ছে
জবাব বুঝি নাই,
আপন দেখলে ঝাঁপসা দেখে
কেমনে দেবে ঠাঁই!
আবুল মিয়া অনেক চালাক
কেমনে হলো আজ,
কাকের গায়ে—ময়ূর পেখম
রূপে দারুণ সাজ!
ডাক শুনে যে থমকে গেছে
মুখ ভারিতে রোষ!
আবুল মিয়া ফোপর দালাল
ধরছে শতো দোষ।
রূপ বদলে ধূর্তামি ভাব
তাড়ার গতি দেখি,
এই শহরে গাঁয়ের আবুল
হচ্ছে কোনো মেকি?
এই শহরের দালান কোঠায়
মানুষ নির্দয় হয়,
আপন আপন ভাবলে যাদের
তারা আপন নয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com