ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। কোটা সংস্কার আন্দোলনের দাবি অনুযায়ী ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধের পক্ষে ছাত্রদের আন্দোলন চলছিল। সম্প্রতি দুটি পিটিয়ে হত্যার ঘটনা, যার একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, এই সিদ্ধান্তের প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে।
বৃহস্পতিবার সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। সিন্ডিকেটের ১৫ জন সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিল। গতকাল ফজলুল হক হলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনা আলোচনায় এসেছে। এর প্রেক্ষাপটে সিন্ডিকেট দলীয় রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com