• আজ- মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’র পদত্যাগ

লেখক : / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

add 1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণের’ কথা বলেছেন ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের এই অধ্যাপক। গত বছরের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর ৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন মাকসুদ কামাল। গতকাল শনিবার বিকেলে মাকসুদ কামাল নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন সরকার গঠন পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন। সরকার গঠনের পর একজন উপদেষ্টার সঙ্গে তিনি কথা বলেছেন। পরে গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেটসহ বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। কয়েক বার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন তিনি। মাকসুদ কামাল দায়িত্ব নেওয়ার পর চলতি বছরে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নতি হচ্ছিল। সরকার পতনের প্রেক্ষাপটে তিনি পদ থেকে সরে দাঁড়ালেন। মাকসুদ কামাল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেছেন বলে জানা গেছে। অধ্যাপক মাকসুদ কামাল ২০০০ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রভাষক পদে যোগ দেন। একই বিভাগে ২০১০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) বৈজ্ঞানিক কর্মকর্তার পদে প্রায় ছয় বছর কাজ করেন। মাকসুদ কামাল ভূমিকম্প ও সুনামি এবং নগর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। অধ্যাপক মাকসুদ কামাল ১৯৮২ সালে এসএসসি ও ১৯৮৪ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে ১৯৮৮ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৪ সালে তিনি জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি (টিআইটি) থেকে ভূমিকম্পবিষয়ক প্রকৌশলে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে তাঁর ৬৫টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ২:১৩)
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩ রবিউল আউয়াল, ১৪৪৬
  • ২ আশ্বিন, ১৪৩১ (শরৎকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT