সন্ধ্যে হলেই উৎপাত শুরু
গায় বেসুরা গান,
উড়ে বেড়ায় ভো-ভো সুরে
অতিষ্ট করে কান।
কয়েল জ্বলে, ব্যাট হাতে
শুয়ে মশারীর ভিতর,
মশার ভয়ে তবুও কাঁপে
দুরু দুরু অন্তর।
ডোবা নালা জলাশয়ে
জন্মে এডিস মশা,
জমে থাকা পানিতে তারা
বাঁধে জটলা বাসা।
শহর জুড়ে ডেঙ্গু রোগীার
বেড়েছে পাদুর্ভাব,
আতঙ্ক ছড়ায় জনমনে
ওরে বাপরে বাপ!
সরিঞ্জ পুরে রক্ত টানে
দেয় বিষের জ্বালা,
চড় থাপ্পর গায়ে মেখে
বকি ইতর শালা।
হাসপাতালে ছড়াছড়ি
হাজার ডেঙ্গু রোগী,
স্বজন হারা রোনাজারী
করে ভুক্তভোগী।