ভেবেছি তোরে গোলাপ ফুল
ব্যাকুল হয়ে করেছি ভুল,
তোরই রূপে পাগল পারা
কতক জনা দিয়েছে নাড়া।
ভেবেছি তোরে শাপলা ফুল
পুলকে সদা খেতাম দোল,
যতন করে আনতে তোলে
তলিয়ে গেছি গভীর জলে।
ভেবেছি তোরে পদ্ম ফুল
রূপের ঢঙে ভুলেছি কুল,
শরীর তোর কাঁটায় ভরা
ছুঁইতে গিয়ে খেয়েছি ধরা।
স্বপন ছিল সাজাবো ঘর
আমারে তুই করলি পর,
চিনতে তোরে করেছি ভুল
আসলে তুই ডুমুর ফুল।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com