ডুমুর পাতার ছাউনি দিয়ে
টুনটুনি বুনে বাসা,
টোনাটুনির ছোট্ট সংসার
অটুট ভালোবাসা।
ডুমুর ডালে নেচে নেচে
টোনাটুনি করে গান,
টোনার কাছে টুনি যেন
আসমানের ওই চান।
পোকামাকড় খুঁজে তারা
ডুমুর পাতার তলে,
টোনাটুনি ভাগ করে খায়
একটু আহার পেলে।
টোনাটুনির আছে দুটি ছানা
কিচিরমিচির ডাকে,
ক্ষুধা পেলেই তারা গুনগুনিয়ে
ডাকে তাদের মাকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com