ছোট্ট দেশকে ক্ষীণ করে ছাড়লো যে তিস্তার ফটক
জলে ভাসলো সোনার বাংলা, মুখোশধারী নেতা তখন ঘটক।
নগরে নগরে ভেসে গেলো বাংলা, তিস্তা নদীর জলে
শোষকের হাত থেকে নেতা, মালা জড়িয়ে বহন করছে গলে।
ফুঁপিয়ে কাঁদছে বাংলার কৃষক, কাঁদছে পাড়ার মশাই
জলের সাথে ভাসছে ফসল, স্বান্তনা দেওয়ার ভাষাও যে নাই।
ডুবলো এবার কাচা রাস্তা, ডুবলো যে রাজপথ
সোনার বাংলায় হতাশ এখন ধরবে কোন রথ?
আকাশচুম্বী দাম যে বাড়লো, রুচিহীনতার নগরে
মুখোশধারী ধনাঢ্য বুঝি, সুখী এখন হাসির বহরে।
মন্থনকারী বীরের দল, নেই কি তবে দেশে?
মুখোশধারীর মুখোশ খুলে, আমজনতা ঢলে পড়বে যেদিন হেসে।
বুঝবে কবে বাংলার মানুষ? সব বাঙালি এক
স্বার্থ ভুলে মুছে দেবে ধনী-গরিবের ভেদাভেদ।
আসবে কবে সোনালী দিন? হাসবে যেদিন কৃষক!
বুঝবে কবে সবাই মানুষ? স্বার্থ হলো নিছক।