• আজ- বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ গ্রেফতার

লেখক : / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

add 1

জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। দিলীপ আগারওয়ালা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য উপ-কমিটির সদস্য এবং সাম্প্রতিক এক ছাত্র হত্যা মামলার আসামি।

গ্রেফতারের আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে র‍্যাব দিলীপ আগারওয়ালার গুলশানের অফিসে অভিযান চালায়। অফিসের ভেতরে থাকা সামগ্রী খতিয়ে দেখতে সেখানে তল্লাশি চালানো হয়।

ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটও অনুসন্ধান শুরু করেছে। সিআইডি জানিয়েছে, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির আড়ালে বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

এছাড়াও, ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে, যেখানে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড হিসেবে বিক্রি করা হতো।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT