ডাক দিয়ে যায় মাটি আমায় আয় কাছে আয়
ডাক দিয়ে যায় মায়ে আমায় আয় কাছে আয়।
ডাক দিয়ে যায় সবুজ আমায় আয় কাছে আয়
ডাক দিয়ে যায় মায়া আমায় আয় কাছে আয়।
ডাক দিয়ে যায় আকাশ আমায় আয় কাছে আয়
ডাক দিয়ে যায় তরু আমায় আয় কাছে আয়।
ডাক দিয়ে যায় নদী আমায় আয় কাছে আয়
ডাক দেয় ভালোবাসা আমায় আয় কাছে আয়।
ডাক দিয়ে যায় কেন আমায় জান তোমরা যদি
তোমরাও ডাকতে বলবে তখন কাছে নিরবধি।
ডাক দিয়ে যায় আপন করতে কাছে পেতে আরো
ডাক দিয়ে যায় কাছে পেতে সত্য সুন্দর তরো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com