শীবসা, রূপসা ডাকছে সেদিন
আয়না ছুটে আয়,
ঢেউয়ে ঢেউয়ে যাবি ভেসে
দু'চোখ যেদিক যায়।
দেখবি শত নতুন নদী
দেখবি কত বন,
আনন্দতে উঠবে ভরে
উথাল পাথাল মন।
নানান রঙের মাছের সাথে
খেলবি পরান ভরে,
রাত পোহালেই ভাটার টানে
আসবি ফিরে ঘরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com