এক যে ছিল টুনাটুনি
ছিল ভালোবাসা,
ছোট্ট একটা স্বপ্ন ছিল
ছিল মনে আশা।
বাঁধবে যে ঘর ডালিম গাছে
ভরবে সুখে অন্তর,
সেই আনন্দে নেচে গেয়ে
থাকে যে নিরন্তর।
বাচ্চা নিয়ে সাজাবে ঘর
নিরাশ হয়ে রয়,
দুষ্টু পাখি কাড়ল যে সুখ
জীবন পরাজয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com