টুঙ্গিপাড়ার সেই শিশু হয়েছে আজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম
ঐতিহাসিক ভাষণ আজও প্রবাহমান।
ইতিহাসের পাতা তুমি এক শ্রেষ্ঠ বাঙালী
দেশপ্রেমে নিজেকে করেছো বিসর্জন,
তোমার ডাকে সারা দিয়ে ছিলো জনতা
মুক্তিকামী মানুষের বিশাল অর্জন।
তোমার কণ্ঠে বেজেছিল স্বাধীনতার গান
তোমার অবদান ইতিহাসে চির অম্লান,
তুমি আছো,তুমি থাকবে,শ্রেষ্ঠ বাঙালী হয়ে
তোমার আদর্শের চেতনায় যাক বয়ে।
ভোরের পাখিদের কলরবে শুনতে পাই
মহান স্বাধীনতার বিজয়ের জয়গান,
প্রকৃতির বাতাসে আজও ভেসে বেড়ায়
খোকার কণ্ঠে স্বাধীনতার শ্লোগান।