শীতের দিন: শীতের আগমন আমার ভালো লাগছে ।
শীতের দিনে খাবার-দাবার নষ্ট হয় না,
তেমন একটা অপচয়ও হয় না।
তাই শীতকে জানাই অভিনন্দন।
শীত অনেকের জন্য প্রেম শীতলের কাঁথা
ঘুম থেকে উঠতে চায় না নিথর শরীর চাকা।
শীতের দিনে ভিজানো পিঠা খেতে অনেক মজা
কিন্তু দুঃখের বিষয় গ্যাসের চুলার পিঠা ভিজেনা,
অনেকে ভিজানো পিঠে খেতে দেশে দেয় পাড়ি।
শীত অনেকের কাছে দেশে ছুটার রেলগাড়ি
শীত প্রেম যতই মধুর ততই কষ্টের।
শীত বড়লোকের জন্য বিলাসিতা
আর গরিবের জন্য শীত বিরহের ব্যথার ব্যাকুলতা
শীত আসে শীত যায়
গরিব মানুষ কষ্টের মধ্যে দিন হারায়।
বেঁচে থাকার আকুতি জানায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com