আজ সারাদিন কেমন টিপটিপ বৃষ্টি ঝরছে
তোমার মনে আছে বন্ধু..?
এমনি এক বারি ধারার দিনে তুমি বলেছিলে
চলো আনমনে নাচে গানে বৃষ্টি স্নান করি দুজনে।
আমি তোমাকে বলেছিলাম ক্ষেপেছো নাকি..
আমাকে কি মারার ফন্দি করছ প্রাণে?
তুমি বলেছিলে তুমি প্রাণের সখা মারতে পারি..?বৃষ্টির জলে আমার যেএনার্জি আছে..
একবার বৃষ্টির জল মস্তকে বসলে দুনিয়ার ঠান্ডা সব আমার পরে ভর করবে, হাঁচি,কাশি,জ্বর
আরো কত কি যে চেপে বসবে…
বলেছিলে ধুর পাগলা কিচ্ছু হবেনা.আমি আছি না
শস্য তৈল মাথার বর্ম তলে লাগিয়ে দেবো
দুটি হাতে,পায়েও শস্য তৈল মালিশ করে দেবো
দেখবে..ঠান্ডা সব দৌড়ে পালাবে।
আর তাছাড়া ঠান্ডার ভয় পেলে প্রাকৃতিক সৌন্দর্য কি উপভোগ করা যায় বলো?
তা অবশ্য ঠিক কিন্তু হার্টের যে ভীষণ প্রব্লেমআছে
ঠান্ডায় প্রচন্ড যে নিঃশ্বাসের টান আসে
চিন্তা নেই তোমার বুকেও তৈল মালিশ করে দেবো
তারপর তোমার বুকে মাথা রাখবো…
দেখবে..আমার নিঃশ্বাসে সবকিছু ঠিক হবে যাবে
আমি বলেছিলাম সেটা না হয় হবে…
কিন্তু বন্ধু আমার যে হাই ব্লাড প্রেসারও আছে
তুমি মুচকি হেসে উঠে বলেছিলে
ও…ও…এই কথা.. ভীতুর ডিম একটা নো প্রব্লেম.
আমি তেঁতুলের শরবত খাইয়ে দেবো..
দেখবে প্রেসার কুমে যাবে হার্টও খুব ভালো থাকবে তখন প্রিয়, তুমি অনেকদিন বাঁচবে।
আজ সেসব ইতি কথা, আজও আকাশ মেঘলা
বৃষ্টি ঝরছে তুমি নেই সেই আমি একা…।