ক্যাচ ধরলে হয় যে নো বল
ছক্কা মারলে আউট
এমনতরো ক্রিকেটখেলায়
সবার মনেই ডাউট।
আইনে বসে ভাঙে যারা
হেলায় ফেলায় আইন
তাদের নামে হয় নাতো রে
একটা টাকা ফাইন।
আম্পায়ার আজ ভ্যাম্পায়ার আর
আইসিসি হয় ভয়
ইতিহাসে এইতো প্রথম
ক্রিকেট হলো ক্ষয়।
বাংলাদেশের জয় হয়েছে
ক্রিকেট গেছে হেরে
দামাল ছেলে যায় এগিয়ে
খায় না কিছু কেড়ে।
ক্রিকেটপ্রেমী যত মানুষ
মারো জোরে শাউট
আইসিসি আর আইসিসিরা
একশতভাগ টাউট।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com