ঝিঁঝিঁ ডাকে গাছে গাছে
ঝিম ধরে যায় কানে
ঝিঁঝিগুলো কোথায় থাকে
তাকাই তাদের পানে।
দেখি তো তাদের টিকি
গাছে গাছে তাকাই
সকল গাছই ঘুরে বেড়াই
ডাল গুলো সব ফাঁকা।
ঘুরে বেড়াই পাতায় পাতায়
থাকে কোথায় তারা
গানে গানে মাতিয়ে যায়
গাঁয়ের যত পাড়া।
ভর দুপুরে বাজনা শুনে
সকলে হই সাড়া।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com