ইটের ভাটায় ইট ভাঙ্গে
ছোট্ট শিশু কতো
শৈশব তাদের রং হারালো
স্বপ্ন ভাঙ্গে শতো।
তপ্ত কঠিন রোদে পুড়ে
পুড়লো কতো ইট,
শৈশব কাটে কারখানাতে
শিশু নয়তো কীট।
হাড় ভাঙ্গা সব পরিশ্রম
যেন হাতের তুড়ি,
বর্ণহীন শৈশব তাদের
ঝরে পড়া কুঁড়ি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com