জীবনের ভেক্টর জ্যামিতি চলে সামান্তরিক সূত্র মেনে
এক বাহুতে স্ত্রী তার অন্য বাহুতে সন্তান
প্রয়োজন টেনে নেয় কর্ণ রেখায়।
পিছনে অতীত টানে সামনে ভবিষ্যৎ
আমি স্থির দাঁড়িয়ে আছি ভারকেন্দ্রের উপর।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com