আমাকে আমি খুঁজতে বের হই
খানিক খানিক সময়,
খেয়ালিপনার আজবকাণ্ডে
পেয়েও আবার হারাই!
হাজার ভোরের নির্মল বাতাসে
খুঁজতে গিয়ে দেখি,
ঐ বুঝি পড়ছি ধরা
পূর্বাকাশে মামার উঁকি!
বিকেলে আরেকবার
খুঁজতে কত খেলা,
সাঁঝেরবেলা ঘামের স্রোতে
প্রত্যহ ঘরে ফেরার জ্বালা!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com