প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৩, ১:৩২ অপরাহ্ণ
জ্বলছে বিকট আগুন
স্বপ্ন পুড়ে শেষ
ধরছি ফকির বেশ!
কান্না হলো সাথি
নিভলো আশার বাতি।
জ্বলছে বিকট আগুন
উবে গেছে ফাগুন!
পাওনাদারের টাকা
কি করে দিই কাকা?
চক্ষে ভাসে জল
থামলো কোলাহল।
বঙ্গবাজার জুড়ে
সবটা যে ভূতুড়ে!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com