অক্লেশে কতশত ক্ষণ যায় চলে
কত অত্যুৎকৃষ্ট মনুস্য ঝরে পড়ে
এই মঞ্জুল মহীতে।
কত সহস্র কিছু জানার আছে
যারা তোমায় ডাকে তাদের কাছে
সর্বদা কিছু জানাতে।
কেনো ভাবো জানার অবনীটা মিছে?
একবার ঢুকেই দেখখো জানার বসুধায়
নিজেকে করবে আবিষ্কার দীপ্ত রাস্তায়,
যে চলার পথ নেইকো শেষ!
তবুও কেনো হারিয়েছে-হারাচ্ছে
এই প্রহরগুলো!
কিছু অধ্যুষিত মিথ্যার মায়াজালে?
ইতিবাচক জ্ঞান আহরণে ব্যায়িত সময়
নিপুণ করবে তোমায় ইহ-পর ক্ষণময়,
“মানুষ” এর তরে অনুপম এই ধরিত্রী
তাইতো মোদের নিমিত্তে অমূল্যবাণী-
সহস্র সময় দাও জ্ঞানের পথে,
সহস্র সময় দাও নিজেকে গঠনে।