প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ
জেলে জীবন
মেঘলা আকাশ
দমকা বাতাস
বৃষ্টি এলো রে,
ঢেউয়ের তালে
ট্রলার দোলে
জাল টান জোরে।
তাড়াতাড়ি কর
কিছু মাছ ধর
আসিতেছে ঢল,
কালো আসমান
ভয়ে মরে প্রাণ
তীরে ফিরে চল।
সর্দার কয়
মনে বড় ভয়
ঘাটে মহাজন,
মাছ আজ কম
দামে নেই দম
চিন্তিত মন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com