জীবন খুব মজার
ভাবটা যখন রাজার
হঠাৎ কেন বেজার
কোন কিছু ব্যাপার!
জীবন স্বপ্নের সিঁড়ী
কর্মী সেজে কর্মকরি
সযতনে নিজে গড়ি
মিছে মায়ার বাড়ি!
জীবন পরের নয়
আপন বলতেও ভয়
তবে এটা সত্য নিশ্চয়
জীবন থামবার নয়!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com