কি দোষ করেছে অন্ধকার?
আলোকে তো বাসে ভালো,
প্রভাত তো ঠিকই আনায়
দেখতে সে যদিও কালো!
নিরবতায় অনেক ভয়
জানা যায় না অর্থ বা মানে,
চুপচাপ থেকেই তো গুণীরা
ঠিকঠাক সফলতা আনে!
সমালোচনাকেও ভয় কিসে?
নিন্দুকেরা তো আত্মীয়,
দেখেছো কভু মিথ্যের জয়
কোন পরিণতি এনে দেয়?
তীব্র গতিতে চলতে গিয়েও
মাঝে মাঝে থামতে তো হয়,
নিরবিচ্ছিন্ন সুখ সুখনয়
এ কথায় বাস্তবতা সায় দেয়!
বাচালতা স্বভাবতই দোষের
লাগাম থাকেনা ভাষায়,
প্রস্তুতির আগে পরিকল্পনা
কাজকে উন্নতিতে পৌঁছে দেয়!
ভাবনার ভিতরে ভয় যদি
স্বার্থের দৃষ্টিকোণ আঁকে,
জীবনের বহতা নদী
মারা পড়বেই কোনো না কোনো বাঁকে!