পৌষের সোনালি রোদের মত
মিষ্টি ছিল না আমার জীবন
ছিল না ভরা চাঁদের জোছনাস্নাত স্নিগ্ধকোমল।
গোধূলির আলো ও আঁধারের সন্ধিক্ষণে
দাঁড়িয়ে দেখেছি
জীবনের আঁধার ও আলোকিত অধ্যায়।
আলোর দিকে পা বাড়ালে আঁধার ডেকে বলে
আমাকে ছেড়ে কোথায় যাবি?
আমি তো তোরই ছায়া।
আঁধারের দিকে ঘুরে দাঁড়াতেই আলো বলে
আমিই ঘুচাতে পারি জীবনের কালো।
তাই আলো ও আঁধারের মিলন মেলায়
খেলে যাই জীবনের খেলা
সাদা মেঘে ভাসিয়ে আশার ভেলা।
যেমন ছিলাম তেমনই আছি আমি একেলা।