• আজ- শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

জীবনের চাকা

মহসিন আলম মুহিন / ৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

add 1
  • মহসিন আলম মুহিন

কোন পথে চলবো কাকে কি বলবো,
আসে না মাথায় আর আগের মতো।

চারিদিকে কত জন, কত কিছুর প্রয়োজন-
শুনিবার নাই আজ কেহ! নাই আগের আয়োজন।

নয়নের মাঝে জল করে শুধু টলমল-
আমার জীবনের সব কিছুতেই গড়ল।

যারা ছিলো সুদিনে-আজ নাই এ ক্ষণে,
মনের মাঝে হাজারো জ্বালা-জ্বলে তুষের আগুনে।

বসে বসে ভাবছি, কলমে আঁকছি, এলোমলো ভাবনা গুলো,
যদি আসে আবার সুদিন-দূর হবে সকল কালো।

সূর্যের আগমনে ঝলমলে দিন-আমার জীবন জুড়ে বেদনার বীণ,
অস্থির মন, আঁধার ভুবন, চাওয়া পাওয়া সকলই মলিন।

জীবনের চাকা ঘোরে উল্টো পথে! এ কেমন বিচরণ,
আমার চাওয়া নয় আমার মতন এ যেন ব্যর্থ জীবন।

থাক কি লিখব! কত আর বলবো, মরে গেছে ইচ্ছে গুলো,

সবাই ভাল থাক,  আমার জীবনের চাকা মন্দ-নয়তো ভালো।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ১০:২৮)
  • ২৬ অক্টোবর, ২০২৪
  • ২২ রবিউস সানি, ১৪৪৬
  • ১০ কার্তিক, ১৪৩১ (হেমন্তকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT