এভাবেই প্রতিটা বত্সর ঘুরে
আসুক ফিরে ফিরে...
আসুক মা তোর শুভ জন্মদিন,
তোর ঐ মায়াবী মুখের
স্বর্গীয় পবিত্র মিষ্টি হাসি যেনো মা
অটুট থাকে চিরদিন।
তুই, মেয়ে হলেও মনে হয় মাগো
তুই যেনো আমার মা,
তোর হাসি আনন্দেতে মুখরিত যে
আমার সারা নীড় আঙ্গিনা।
পিতৃ হৃদয়টা বিগলিত করা যেনো
মা তোর মুখের ঐ হাসি,
সূর্যের মত কিরণ যেনো ও হাসিতে
সদায় ছড়ায় রাশিরাশি।
আমায় কাছে পেলে যেনো তোর
মনে আর খুশি ধরে না,
আমার কোলে ওঠার জন্য তাইতো
ধরিস তুই নানান বায়না।
মাগো তোর ছোট্ট ঐ কচি মুখের
মধুমাখা আব্বু আব্বু বোল,
আমার মনের ক্লান্তি ঘুচিয়ে যেনো
তোলে শান্তি সুখের দোল।
মা- তুই আমার সাত রাজার ধন
আমার দু, নয়নের মণি,
তাইতো সৈহ্য করতে পারিনে তোর
কভু ঝরলে চোখে পানি।
আমি দোয়া করি মা আল্লাহ তোর
করুক অনেক সুখি,
অনেক জ্ঞানী গুণী -হ- তোর নাম
যেনো ছড়ায় ধরিত্রীর বুকি।
তোর ঐ স্বর্গীয় মুখের হাসি যেনো
মা- মণি কখনো না ফুরায়,
প্রকৃত মানুষের মত মানুষ হয়ে তুই
বংশের সন্মান আনিস কুড়ায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com