জামাই দাওয়াত দিতে হবে
সামনে পৌষ মাস,
রুটি পিঠা তৈরি করে
সঙ্গে একটি হাঁস।
মেজো জামাই খাবে আজ
বড় জামাই কাল,
ছোট্ট জামাই সঙ্গে করে
নিয়ে এলো তাল।
শশুর মশাই হেঁসে বলে
পিঠা হবে দারুন,
মজা করে, খাও সকলে
তোমরা এখন তরুণ।
শীতের পিঠা, শীতের আমেজ
গ্রাম বাংলার মেলা,
খেজুর রস নিয়ে এলো
পাশের বাড়ি খালা।
ভোজন হল সবাই মিলে
হোকনা খাবার অল্প,
শ্বশুরবাড়ির জামাই দাওয়াত
দারুন মজার গল্প।