ঈদের ছুটি যাচ্ছি আমি শ্বশুর বাড়িতে
শালা শালীর বায়না মতো পোশাক নিয়েছি কিনে।
শ্বশুর মশাই সাহেব মানুষ স্যুট-কোট-টাই পরে,
শাশুড়ি আমার রুচিশীল খুব জামদানী শাড়ি লাগে।
মাছের দেশের ছেলে আমি, চিংড়ির বড় সুনাম
তাই নিয়েছি কেজি বিশেক গলদা আর ভাঙান।
আর নিয়েছি দুহাঁড়িতে রসগোল্লা আর সন্দেশ
খালি হাতে কি করে যাই জামাই আমি বিন্দাস।
এর মধ্যে বাপ মা হাজির কেমন আছিস নুনু?
ঈদের টুকটাক বেসাতি লাইগতু হাড়ি বোলো শূণ্য।
দুই বছর চলতিছ বাপ ফিতরার কাপড় পইরি
সরকারি এক কার্ড করিচ চাল ডাল পাই রেশনে।
কি যে কতা কতিচো আব্বা, বাপ মা হইচাও বুড়ো
যাতিচ একটু শ্বশুর বাড়ি করিলে যাত্রা অশুভ।
কত আশা করি পথ চায়া আছে শ্বশুর শাশুড়ি আমার
ঘুরে আসে দেখবানি তুমাইগি এবেলা বাড়িত যাও।
বাপ হারালি শ্বশুর আছে মা হারালি শাশুড়ি
তুমাইগি বৌমা বেজায় রাগিত তার হারালি পাবান কনে?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com