জানতে চাওনি তো কখনো
কেমন করে কাটে প্রতিক্ষারত প্রহর ?
বুঝো না কেন
কতটা অস্থির এই মনের শহর?
জানো না আমি কতটা কাতর?
মানুষের হৃদয় নয় কোনো পাথর,
কেন রাত বাড়লে মন উঠে জেগে?
দু:খগুলো রক্ত কণিকায় ছুটে নিজ বেগে।
দক্ষিণে বয়ে চলা বাতাসে সাথে,
মিশে যেতে ইচ্ছা করে রোজ নিশিতে।
কেন হঠাৎ বন্ধ হয়ে যায় সকল চঞ্চলতা ?
বুকের মাঝে বিরাজ করে দারুন নিস্তব্ধতা,
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com