১৯৭২ সালে প্রতিবছর, স্বাধীনতা দিবস
বাংলার মাটিতে ২৬শে মার্চ উদযাপিত,
২৫শে মার্চ ১৯৭১ সালে রাতে শুরু হয়
পূর্ব পাকিস্তানের জনগণের সংগঠিত।
দামাল ছেলেরা স্বাধীনতার সংগ্রাম শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রনায়ক,
২৫শে মার্চ গ্রেফতার হওয়ার বাংলার নেতা
পূর্ব পাকিস্তানের সংবিধানের তিনি আহ্বায়ক।
২৬শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে
দূর-বার্তায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা,
স্বাধীন বেতার কেন্দ্র থেকে ভেসে আসে ধ্বনি
এম.এ.হান্নান কালুরঘাটের সেই শব্দ রচনা।
জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার যুদ্ধে
অংশগ্রহণের ঘোষণা পত্র পাঠ করেন,
২৭শে মার্চ পাকিস্তানের সেনাবাহিনীর
মেজর জিয়াউর রহমান একই কেন্দ্রের হালটি ধরেন।
২২শে জানুয়ারি ১৯৭২ সালে প্রকাশিত
বাংলাদেশের প্রজ্ঞাপনটি জাতীয় দিবস,
লাখো শহীদের আর্তনাতে অর্জন স্বাধীনতা
নবীন ও প্রবীণ রক্তদানে করেনি আপোষ।
পেয়েছি স্বাধীনতা, স্বাধীন দেশে বসবাস
লাল-সবুজের দেশে, জন্মগ্রহণ করে সম্মানী,
পারস্পারিক বাংলা ভাষার মুখের কথা
মুক্ত আকাশে নি:শ্বাস ছেড়ে বিচরণী।