জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,
তাঁর কথা ভুলিনি আমরা
তিনি চির মহান।
অধিকার বঞ্চিত মানুষের জন্য
যে করে গেছেন ত্যাগ,
এই ত্যাগের মহিমা দেখে
বিশ্ববাসী অবাক।
তাঁর কথা ভুলবে না এ জাতি
ভুলবে না এ বিশ্ব,
মানুষের জন্য জীবন দিলেন
নিজে হলেন নিঃস্ব।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com