জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম ভাই সমাজের এক মহান উদাহরণ
মানবতার তরে উৎসর্গ করেছেন তাহার পুরো জীবন।
প্রভাত থেকে গভীর রজনী শ্রম দিয়ে যাচ্ছেন মানব সেবায়
অসহায় ক্ষুধার্ত, এতিমের চোখের জল, তাকে প্রতিনিয়ত ভাবায়।
দরিদ্রদের বুকে টেনে মাথায় ভুলান হাত
অনাহারীর জন্য জোগাড় করেন একমুঠো ভাত।
জাগ্রত কন্ঠে উচ্চারণ করেন মানবতার বাণী
অসহায়ের পরম বন্ধু, শ্রদ্ধেয় শিহাব রিফাত আলম গুনী।
বুদ্ধিদীপ্ত মহানায়ক, কলম যোদ্ধা তুমি
প্রতিবাদী কন্ঠস্বর তোমার, অসহায়ের পরম বন্ধু তুমি।
মুগ্ধ হয়েছে অদম কবি, তোমার মহানুভবতায়
এভাবেই তুমি আগলে রেখো তাদের, তোমার নিঃস্বার্থ মায়ায়।