সমাজে আজ নাইরে বিচার
কাঁদছে সবাই দু:খে,
ইচ্ছে থাকলেও পারে না কেউ
বলতে তা আজ মুখে।
টাকার জোরে গায়ের জোরে
তেল কে করছে পানি,
গরিব পেলেই ধরে ধরে
বিচার করে আনি।
কে বলবে আজ এসব কথা!
বললে রক্ষা নাইরে,
অসহায়রা কেঁদে মরছে
একটু পেতে ঠাঁইরে।
এভাবেই কী চলবে সমাজ
বিবেক পোড়ার গন্ধে?
নির্দোষীরা কাঁদবে কত
বাড়ি ছেড়ে বন্দে?
নেই কি কেহ বীর বাহাদূর
করতে এসব বন্ধ?
আর কতকাল থাকবে বলো
সেজে তোমরা অন্ধ!