ঈষাণ কোণায় কালো মেঘ যেন
ধরিছে ভয়াল সাজ,
সরিয়ে শঙ্কা বাজিয়ে ডঙ্কা
জাগো রে নবীন আজ!
কলুষিত এই বসুধা বক্ষে
দেখি অসুরের কায়া,
দুর্বিনীতের রাহুগ্রাসে আজ
ফেলিছে তমসা ছায়া!
রক্তপিয়াসু হায়েনার দল
হরণ করিয়া প্রাণ,
জুলুমের নীতি ঊর্ধ্বে তুলিয়া
কাড়িছে সুখের ঘ্রাণ!
ভীরুতায় আর বসে থাকিবার
নেই রে তরুণ দল,
গর্জন তোলো হাতিয়ার নিয়ে
ভাঙ্গো পীড়ক বল!
বজ্রকণ্ঠে আলোর মিছিল
তুলো সবে এক সাথ,
সাহসে ডিঙাও দূর্গম গিরি
ঘুচিতে অমার-রাত!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com