জলবায়ু পরিবর্তনের ফলে মারা যাচ্ছে রেইনট্রি। উপকূলীয় অঞ্চলে বৃষ্টি কমেছে এবং মাটিতে বেড়েছে লবণাক্ততা। এ কারণে সাতক্ষীরার বিভিন্ন সড়ক-মহাসড়কে প্রায় দেড় হাজার রেইনট্রি মারা গেছে। রাস্তার পাশে থাকা গাছগুলো বিপজ্জনক হয়ে পড়েছে। ডাল ভেঙে আহত হচ্ছেন পথচারীরা এবং যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। সাতক্ষীরা-আশাশুনি সড়কে দুর্ঘটনা বাড়ছে। পরিস্থিতি এমন যে, ডাল ভেঙে হতাহতের শঙ্কায় অভিভাবকরা শিশুদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন।
সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান ড. নাসরিন আক্তার বলেন, রেইনট্রি গাছ মরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে মাটির লবণাক্ততা ও ক্ষার বেড়ে যাওয়া। জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাত কমে গেছে। মৌসুমি বৃষ্টি না হলে রেইনট্রি গাছ খাদ্য সংকটে পড়ে এবং বিভিন্ন ভাইরাসেও আক্রান্ত হয়ে মরে যেতে পারে।
বছরখানেক আগে সাতক্ষীরার সড়ক থেকে মারা যাওয়া রেইনট্রি গাছগুলো অপসারণের উদ্যোগ নেয় বন বিভাগ, কিন্তু জেলা পরিষদ এতদিনেও সেগুলো কাটতে পারেনি। ভুক্তভোগীদের অভিযোগ, জেলা পরিষদ ও সামাজিক বন বিভাগের কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে সড়কটি অনিরাপদ হয়ে পড়ছে।