গন্ধ হীনতাবোধ গন্তব্য স্টেশনের ওপারে
সুদুর প্রসারী যাত্রায় সময়ের হীনমন্যতা।
অসমাপ্ত গল্পটার বৃত্ত পূরণের অংকন সময়ের অভাব
দূরত্বের সমাপ্তি ঘটলো।
সামান্য তৃষ্ণার ক্লান্তিতে বৃক্ষ কিংবা ষাড়
মৃত্যু কিংবা জন জীবন
কৌশল কিংবা চাটুকারিতা
প্রাণ কিংবা টক্কর
পানিতে হতে পারে বন্যা
পূর্বাভাসের জন আছন্ন।
আকস্মিক আবির্ভাবের উপমা রক্তিম
চোখে পড়লো আকাশ ভেঙে প্রকৃতি।
জন জীবন স্তব্ধ হয়ে আবেগ দিয়ে খোলাসা
গৃহ থেকে জন থেকে বসবাস
প্রকৃতি থেকে নেশা।
নেশায় পেয়েছে কঠিন বন্ধ প্রকৃতি
সুযোগে সুন্দর জনপদ
সাধুবাদ বসবাস, হয়ে নেশা
আছি সুন্দর! জনপদ খোলাসা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com