ছোটদের জন্য লিখেছেন
গল্প ছড়া ও পদ্য,
বাংলা সাহিত্যে অমর তিনি
মনে হয় জীবন্ত।
মনটা যে তাঁর সহজ সরল
স্নেহ পূর্ণ প্রাণ,
নিপীড়িতের ভালোবাসায়
তিনি চির অম্লান।
তিনি মোদের জাতীয় কবি
আদর্শ যে মানবো,
অনুকরণ করবো তাঁকে
ভালো জীবন গড়বো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com