দক্ষ হস্তে কোমল হিয়ায় আঘাত হেনেছে সে
বিচ্ছেদের কালো নকশা, বহুত আগেই বুঝি অঙ্কন করেছিল সে?
মায়ার জালে ফুসলিয়ে ফাসলিয়ে আটকানোই ছিল ছল?
ঘাতকবেশে আঘাত করা, এ কেমন বল!
ছলের বীন বাজিয়ে বাজিয়ে, করেছে মোরে কাতর
কোমল হিয়ায় বিরহ জাগিয়ে, পরিনত করেছে পাথর।
দুর্বার প্রচেষ্টা চলমান করেছে ছলের আইনে
বিচ্ছেদের ফন্দি একেঁই চলেছে গভীর শয়নে।
মজার ছলে বলা কথা হৃদে আঘাত করে
নিজের তৈরি ফাঁদেই নাকি হুমড়ি খেয়ে পড়ে!
লোভ পিপাসুই ছিল নাকি প্রেয়সীর হিয়া?
ছলের বীণ বাজিয়ে তবে অপরিচিত করলো ছলের শহরে গিয়া!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com