শখের বয়সে তোমাকে ভেবেছি প্রেমিকা
বুকের বাম পাশে এঁকেছি তোমার ছবিটা।
জীবনের মানে বুঝিনি তখন
তোমার প্রেমে উন্মাদ পাগল।
প্রেম ভালোবাসায় রাঙিয়ে
দেখালে ঘর বাঁধার স্বপ্ন।
আজ কেন হঠাৎ তোমার
মায়ের কথা রেখে করলে আমায় পর।
তুমি ছলনাময়ী নিষ্ঠুর পাষাণী!
বুকে ছুরি মেরে করলে বেইমানি।
আমি বুঝিনি হাতের রেখায় তুমি নাই
ভাগ্যে আছো কি?প্রিয়সী!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com