ছবির মত দেশ
দেখতে লাগে বেশ,
সবুজ শ্যামল বন বনানী
ভরে তুলে মন
সেই দেশেরি নাম বাংলাদেশ।
সেই দেশে
মাঠে মাঠে গরু চড়ে
ভাটিয়ালি গান ধরে
সেই আমাদের প্রিয়
জন্মভূমি বাংলাদেশ ।
যে দেশে পাখি উড়ে যায়
দেখে মন জুড়ায়
সে আমার বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com