ছন্দপুরের নন্দ আমি
ছন্দে কথা বলি
চলার পথে ছন্দ খুঁজি
ছন্দ তালে চলি।
দ্বন্দ্বে যাইনা কারো সাথে
সবকিছু নেই মেনে
সত্য কথা বেড়িয়ে এলে
জিহবা ধরি টেনে।
তাল লয় ছন্দ মাত্রা
কিছুই বুঝিনা
আমি সবার গুণ দেখি
ত্রুটি খুঁজি না।
ছন্দপুরে দ্বন্দ্ব চাইনা
চাইনা সংঘাত
মিলেমিশে থাকতে চাই
হাতে রেখে হাত।
ধন্যবাদ